স্টাফ রিপোর্টার ॥ শনিবার (৩১ আগস্ট) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহ্ফুজুর রহমান। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য ও সাবেক নড়াইল জেলা আমীর মাওলানা আশেক এলাহী।
এ সময় বক্তারা বলেন, জামায়েত ইসলামী প্রতিশোধ প্রতিহিংসা পরায়ন রাজনীতি চর্চা না করলেও ছাত্র জনতার বিজয়কে নস্যাতের যে কোন ষড়যন্ত্র কঠোর হস্তে প্রতিহতের ঘোষনা দেয় সম্মেলনে।
তারা আরও বলেন, জামায়াতে ইসলামী সবাইকে সঙ্গে নিয়ে হিংসা হানহানিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়। এদেশে কোন সংখ্যালঘু বলে কিছু নেই। এদেশের মানুষ আমরা সবাই বাংলাদেশি।
জানাগেছে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো মজবুত করতে এবং এর পাশাপাশ দলের পরিধি বাড়ানোর লক্ষ্যে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নির্ধারণে আয়োজিত এ সম্মেলনে জেলার সকল ইউনিয়ন পৌরসভা জামায়াতের ওয়ার্ড কমিটির সভাপতি-সেক্রেটারিরা সহ জেলা, উপজেলার নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।