• 13 Jul, 2025

নড়াইলে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মশালায় সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থা, গণমাধ্যম ও সংশ্লিষ্ট পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নড়াইলে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। কর্মশালার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না

2401-1.jpgকর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, এবং ওয়েভ ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক মোঃ জেনারুল ইসলাম

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নুরেন মায়িশা খান, ওয়েভ ফাউন্ডেশনের লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, নড়াইল সদর উপজেলা সমন্বয়কারী মোঃ ওমর ফারুক, কালিয়া উপজেলা সমন্বয়কারী বাকিয়া সুলতানা নিলা, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত নড়াইল জেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালতে মোট ৯২১টি মামলা দায়ের হয়। এর মধ্যে ৮৮৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। এই সময়কালে ক্ষতিপূরণ বাবদ আদায় হয়েছে ১ কোটি ২ লাখ ৬৩ হাজার ৯৬৮ টাকা

এ কর্মশালার মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার কৌশল নিয়ে আলোচনা হয়, যাতে করে সাধারণ জনগণ দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পেতে পারে।