• 04 May, 2024

নড়াইলে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

নড়াইলে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা-উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে নানা কর্মসূচি পালন করা হয়।

দিবসটি পালন উপলক্ষে রোববার (১৭ মার্চ) জেলা আওয়ামীলীগের সকাল সাড়ে ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

04-7.jpgএছাড়া সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে “বঙ্গবন্ধু প্রজন্ম চত্বর”এ বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ নড়াইল-০২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা এর পক্ষে , জেলা প্রশাসন, বিচার বিভাগ পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে 'বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে' এই শ্লোগানকে সামনে রেখে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস” উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

03-3.jpgবক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা: সাজেদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, গণপূর্তর নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ, আনসার ভিডিপির জেলা অ্যাডজুরেন্ট বিকাশ চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা এস এস মতিন, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, অ্যাডভোকেট রমা রানী রায়, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ।

দিবসের আন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে, শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ মোনাজাত/প্রার্থনা, কুইজ,চিত্রাংকন,রচনা প্রতিযোগীতা, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তক ও ডুমেমেন্টটরি প্রদর্শন, ৭ মার্চের ভাষন প্রদর্শন, পুরস্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠান।

এছাড়া শিশু পরিবার ও হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ করা।