• 08 Sep, 2024

নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

নড়াইলে  বিশ্ব দুগ্ধ দিবস পালিত

“বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

শনিবার (০১ মে) দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণি সম্পদ অফিসার  ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান।

01-12.jpgএতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জোবায়ের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডেইরি এ্যাসোসিয়েনের সভাপতি অ্যাডভোকেট হেমায়েত-উল্লাহ হিরু।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘দুধের চাহিদা পুরণের ক্ষেত্রে আমাদের সচেষ্ট হতে হবে। আদর্শ খাবার দুধ। সে কারেন সকলে যাতে দুধ কিনে খেতে পারেন তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের।’

02-13.jpgসভা শেষে বিদ্যালয়ের ছাত্রী-ছাত্রীদের রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সত্যের সাথে ২৪ঘন্টা  : নড়াইলকণ্ঠ.কম