উদ্বোধনী অনুষ্ঠানে বিচারপতি মাহমুদুল হক বলেন, "আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বসার নির্দিষ্ট জায়গা, সুপেয় পানি, মা ও শিশুদের প্রয়োজনীয় সুবিধা দীর্ঘদিন অনুপস্থিত ছিল। এসব নাগরিক দুর্ভোগ লাঘবেই সুপ্রিম কোর্টের উদ্যোগে ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ করা হয়েছে। আমরা আশা করি, এটি বিচারপ্রার্থীদের কষ্ট লাঘবে সহায়ক হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এলিনা আক্তার ও মো. শাহিনুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ দেবদাস চন্দ্র অধিকারীসহ বিচার বিভাগের বিচারকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, আইনজীবী সমিতির সভাপতি ও অতিরিক্ত পিপি অ্যাড. তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক অ্যাড. নওয়াজ মাহমুদ তুহিন, অতিরিক্ত পিপি অ্যাড. আজিজুল ইসলাম, অ্যাড. কাজী জিয়াউর রহমান (জিয়া), এপিপি রাজু আহমেদ রাজীবসহ আইনজীবী, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ।
‘ন্যায়কুঞ্জ’ বিচারপ্রার্থীদের জন্য একটি মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।