নড়াইলকণ্ঠ ॥ “সততাই আমাদের শক্তি, আমরা কারো কাছ থেকে পয়সা নিয়ে কাজ করি না”-এই নৈতিক অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নড়াইল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সম্মেলনে বক্তারা নড়াইলের খাল, বিল ও নদী দখলসহ জলাধার ভরাট, বালু উত্তোলন, নদীর উপর সেতু নির্মাণে অনিয়মসহ চলমান পরিবেশ সংকট নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন এবং টেকসই সমাধানের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
পরিবেশ-সচেতনতা, সততা ও জনগণের অংশগ্রহণকে ভিত্তি করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নড়াইল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে শনিবার (০৬ ডিসেম্বর) সকালে। জেলা পরিষদ হলরুমে এম এম আমিনুল ইসলামের সঞ্চালনায় বাপা জেলা সভাপতি শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাপার কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের পরিবেশ নেতারা।
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেন, বাপার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহিদুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট এস. এ মতিন, বাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন, খুলনা বিভাগীয় সমন্বয়ক আজিজুল হক মনি, নির্বাহী সদস্য সরদার হীরক রাজা, গাছ প্রেমি যাযাবর মনিরসহ অন্যান্য পরিবেশ-সচেতন ব্যক্তিত্ব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমরান হোসেন।
বক্তারা তাঁদের আলোচনায় নড়াইল জেলার পরিবেশ-সংকটের সমালোচনামূলক চিত্র তুলে ধরেন। তারা বলেন, জেলার নদী, খাল, বিল, পুকুর ও জলাধারগুলো দ্রুত ভরাট হয়ে যাচ্ছে; বালু উত্তোলন হচ্ছে অপরিকল্পিতভাবে; নগর এলাকায় ড্রেনেজ সংকট বাড়ছে; এবং নদীর উপর সেতু নির্মাণসহ নানা উন্নয়ন প্রকল্পে পরিবেশগত নিয়ম না মানার ফলে প্রকৃতি হুমকির মুখে পড়ছে। এসব সমস্যা মোকাবিলায় বাপার সক্রিয় ভূমিকা ও সদিচ্ছার প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে আসে।
সম্মেলনে বক্তারা নড়াইলের পরিবেশ রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণ, জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি, প্রশাসনের সঙ্গে সমন্বিত কর্মসূচি গ্রহণ এবং দীর্ঘমেয়াদি নীতি নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে শাহ আলমকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ভবিষ্যতে নড়াইলের পরিবেশ রক্ষায় আরও শক্তিশালী ও সংগঠিত ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। এরপর পরিবেশ আন্দোলনকে বেগবান ও বিশেষ অবদান রাখার জন্য বাপা নড়াইল কমিটি মনির হোসন ওরফে যাযাবর মনিরকে ক্রেস্ট তুলে দেনে বাপা কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরিবেশ আন্দোলনে বিশেষ অবদান ও দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে বাপা নড়াইল কমিটির পক্ষ থেকে যাযাবর মনির (মনির হোসেন)-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।