• 18 Apr, 2024

নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ

নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ

সুখী সমৃদ্ধ ও অসম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।

সুখী সমৃদ্ধ  অসম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মহান শহিদ দিবস  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।রাত ১২ টা  মিনিটে নড়াইল- আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জার পক্ষেজেলা প্রশাসনপুলিশ সপারজেলা পরিষদবিচার বিভাগজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটজেলা আওয়ামী লীগনড়াইল পৌরসভানড়াইল প্রেসক্লাবযুবলীগছাত্রলীগকৃষকলীগজাতীয় শ্রমিক লীগজেলা বিএনপি  এর অঙ্গ সংগঠনজাতীয় পার্টি,ওয়ার্কার্স পার্টিমহিলা আওয়ামী লীগযুব মহিলা লীগসদর উপজেলা পরিষদনড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশননড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ সরকারি বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক  সামাজিক সংগঠনরাজনৈতিক দলেরপক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিুবুর রহমানপুলিশ সুপার সাদিয়া খাতুনজেলা পরিষদের চেয়ারম্যান  জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডসুবাস চন্দ্র বোসজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুপৌর মেয়র আঞ্জুমান আরাসরকারি কর্মকর্তামুক্তিযোদ্ধারাজনীতিবিদআইনজীবিডাক্তারসাংবাদিকশিক্ষকএনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন

এর আগে শিল্পকলা একাডেমি চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়া জেলার অন্যান্য জায়গাও অনুরুপ কর্মসূচি পালিত হয়।