কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
নড়াইল সদরের বিছালী এলাকায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব বিশ্লেষণ, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নড়াইল সদরের বিছালী এলাকায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব বিশ্লেষণ, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নজরুল চেতনায় উবুদ্ধ ‘ঘরামি ঘর’ এর উদ্যোগে শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।ঘরামি ঘরের প্রতিষ্ঠাতা নজরুল গবেষক সাংবাদিক এইচ এম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবৃত্তি শিল্পী অধ্যাপক ডক্টর সবুজ শামীম আহসান, ওস্তাদ শরীফ শাহ দেওয়ান আল মেহেদী, অগ্রণী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক স্বপন কুমার বিশ্বাস, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল কুমার বিশ্বাস, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বৃহত্তর যশোর প্রতিনিধি সুলতান মাহমুদ, কবি সৈয়দ খায়রুল আলম, অগ্নিবীণার সম্পাদক সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক জিয়াউর রহমান জামি প্রমুখ। নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।