বুধবার (০৩ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে আকাশ পথে মহড়ায় থাকা অবস্থায় নড়াইল সদরের মাইজপাড়ার তারাশী গ্রামের উত্তরপাড়ার মাঠে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিদের জানান, এতে পাইলটরা অক্ষত রয়েছেন। ইতিমধ্যে যশোর থেকে বিমান এসে তাদের নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করে ডিএসবি নড়াইলের এসআই মতিন নড়াইলকণ্ঠকে জানান, বুধবার (০৩ এপ্রিল) দুপুর ১টা ৩৪ মিনিট সময়ে বিমান দুটি যশোর মতিউর রহমান বিমান ঘাটি হতে এ বিমান দুটি আকাশ পথে উড্ডয়ন করে। আকাশ পথে মহড়া চলাকালে বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়া এ দূর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, বিমান দুটিতে দুইজন পাইলট ছিলেন। তারা হলেন স্কটন লীডার নাদিম ও স্কটন লীডার মাসুদ। তারা অক্ষত আছেন। পরবর্তীতে যশোর থেকে একটি বিমান এসে তাদেরকে নিয়ে গেছে। এখন পরিস্থি ভালো। পরবর্তীতে বিমান সরিয়ে নেয়া হবে তিনি জানান।