• 21 Sep, 2024

মাশরাফীকে হুইপ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে নড়াইলবাসী

মাশরাফীকে হুইপ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে নড়াইলবাসী

মাশরাফীকে সংসদে হুইপ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নড়াইলে মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাকে দ্বাদশ জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ পদে নিয়োগ দেয়ায় আওয়ামীলীগের নেতাকর্মী ও ভক্তবৃন্দরা রূপগঞ্জ এলাকায় মিষ্টি বিতরণ করা হয় এবং আনন্দ ভাগাভাগি করতে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় সংসদে হুইপ নির্বাচিত করায় নেতাকর্মীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।  

এদিকে  মাশরাফী বিন মোর্ত্তজা এমপি কে দ্বাদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং নবনির্বাচিত হুইপ মাশরাফী বিন মোর্ত্তজাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মো: আজিজুর রহমান ভূঁইয়া, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: ফরহাদ হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি আশরাফজ্জামান মুকুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও আব্দুর হাই সিটি কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান মল্লিক সহ সর্বস্তরের মানুষ।