• 04 May, 2024

মাইজপাড়া বনিক সমিতির নির্বাচন: অস্থিত্বের লড়াইয়ের ভোটগ্রহণ চলচ্ছে..

মাইজপাড়া বনিক সমিতির নির্বাচন: অস্থিত্বের লড়াইয়ের ভোটগ্রহণ চলচ্ছে..

উৎসবমূখর পরিবেশে নড়াইল সদরের মাইজপাড়া বনিক সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভেতরে ভেতরে অস্থিত্বের লড়াইও চলচ্ছে। উৎসবমূখর পরিবেশ রক্ষায় পুলিশ প্রশাসন সচেষ্টও রয়েছেন।

আজ শনিবার (২৯ জুলাই) সকাল ১০টায় মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: নাদের হোসেন নড়াইলকণ্ঠকে জানান, মাইজপাড়া বাজার বনিক সমিতির মোট ভোটার রয়েছে ৩৬৬টি। আজ সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ হবে বিকাল ৪টায়। 

তিনি আরও জানান আশা করছি শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে নির্বাচন সম্পূর্ণ হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতিও আমরা রেখেছি। 

ভোটকেন্দ্র থেকে জানাযায়, সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত মোট ৩৬৬ ভোটের মধ্যে থেকে দুই ঘন্টায় ১৩৬টি ভোট প্রদান করেছে ভোটারা।

এ নির্বাচনে সভাপতি প্রার্থী বর্তমান মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জসিম মোল্যা ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মো: জিল্লুর রহমান নড়াইলকণ্ঠকে জানান, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশেই সম্পন্ন হবে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের সহায়তা রয়েছে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে রয়েছেন সদর উপজেলা সমাজসেবা কর্মকতা উত্তম কুমার।

 বিস্তারিত আসছে........