জেলার খবর মাইজপাড়া বনিক সমিতির নির্বাচন: অস্থিত্বের লড়াইয়ের ভোটগ্রহণ চলচ্ছে.. 29 Jul, 2023 3 mins read 1,192 views উৎসবমূখর পরিবেশে নড়াইল সদরের মাইজপাড়া বনিক সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভেতরে ভেতরে অস্থিত্বের লড়াইও চলচ্ছে। উৎসবমূখর পরিবেশ রক্ষায় পুলিশ প্রশাসন সচেষ্টও রয়েছেন।