• 09 Sep, 2024

প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

নড়াইলের লোহাগড়ায় একটি প্রাইভেটকারে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৬ জুলাই)  সকালে উপজেলার নলদী ইউনিয়নের নলদী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শরীয়তপুর জেলার বকাউলকান্দি এলাকার মনির সরদার, লোহাগড়া উপজেলার বৈকুষ্ঠপুর এলাকার আবুল হাসান ও শেখ আনোয়ার হোসেন। আবুল হাসান ও শেখ আনোয়ার সহোদর ভাই। 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লোহাগড়া নলদী হয়ে একটি প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা খুলনা যাবে। ডিবি পুলিশ নলদী বাজারে চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে। 

 

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাবিরুল আলম বলেন, ‘মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’