শনিবার (২৭ এপ্রিল) দুপুরে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: সামন্ত লাল সেন।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরি, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিউয়ূর রহমান, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অন্যান্য সরকারি কর্মকর্তাগণ, ঠিকাদারী প্রতিষ্ঠা মেসার্স ইডেন প্রাইজ’ এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০২০ সালে ১০ কোটি ৭৫ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সটির নির্মাণ কাজ শুরু করা হয়। কাজটির ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে ছিলো নূর হোসেন এন্ড মেসার্স ইডেন প্রাইজ’।