• 12 Oct, 2025

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবি: নড়াইলে জামায়াতের সমাবেশ ও স্মারকলিপি প্রদান

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবি: নড়াইলে জামায়াতের সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫-দফা দাবিতে নড়াইলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১২ অক্টোবর) সকালে শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় আয়োজিত এক বিশাল সমাবেশ শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

নড়াইলকণ্ঠ ॥ রোববার (১২ অক্টোবর) সকালে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকার মুক্তমঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলার উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও আগামী জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনের (৯৪) সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

10746.jpg৫-দফা দাবিনামা পাঠ করে শোনান জেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক নড়াইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আগামী জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনের (৯৪) প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।

দাবিনামার ৫ দফা হলো-
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও তার ওপর গণভোট আয়োজন করা।
জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (চজ) পদ্ধতি চালু করা।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
বিগত সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

স্বৈরাচারী শাসনের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।