• 25 Apr, 2024

দুর্নীতির মামলায় নড়াইলের ইসমাইল মৃধার ১৫ বছরের কারাদন্ড

দুর্নীতির মামলায় নড়াইলের ইসমাইল মৃধার ১৫ বছরের কারাদন্ড

নড়াইলের লোহাগড়ার মোঃ ইসমাইল মৃধাকে ১৫ বছরের সাজা প্রদান করেছেন যশোরের বিজ্ঞ স্পেশাল জজ আদালত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ইসমাইল মৃধার বিরুদ্ধে বিচারন্তে এ রায় দেয় বিজ্ঞ স্পেশাল জজ আদালত। সমন্বিত দুর্নীতি দমন কমিশন যশোরের উপ-পরিচালক মো: আল আমিন বিষয় নিশ্চিত করেছেন।

মোঃ ইসমাইল মৃধা নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী খাদ্য গুগাম সাবেক উপ-খাদ্য পরিদর্শক ছিলেন। মামলা নং-১৪, তারিখ -০৯/০৪/২০০৫ হতে উদ্ভুত বিজ্ঞ স্পেশাল জজ আদালত যশোরের স্পেশাল মামলা নং-১৯/২০১৮ এর আসামি ছিলেন মোঃ ইসমাইল মৃধা।    

সূত্র: দুদক, যশোর।