• 06 Oct, 2025

বি. চৌধুরী ছিলেন ক্ষমতা, ধনদৌলত ও লালসার অনেক ঊর্ধ্বে

বি. চৌধুরী ছিলেন ক্ষমতা, ধনদৌলত ও লালসার অনেক ঊর্ধ্বে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী মেজর (অব.) আব্দুল মান্নান বলেছেন, ক্ষমতা, ধনদৌলত ও লোভের অনেক ঊর্ধ্বে ছিলেন ব্যক্তি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী)।

১৯৯১ সালে প্রথম বি. চৌধুরী স্যারের সঙ্গে আমার পরিচয়। প্রথম সাক্ষাতেই বুঝেছিলাম, তিনি একজন উষ্ণ হৃদয়ের ও কোমল প্রাণের মানুষ। চিকিৎসক হিসেবে ছিলেন অত্যন্ত মানবিক এবং রাজনীতিবিদ হিসেবে ছিলেন দুরদর্শী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে গভীরভাবে বিশ্বাস করতেন ও ভালোবাসতেন। তাদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ বন্ধুত্বের। রাষ্ট্রপতি হওয়ার পর মাত্র সাত মাসেই তিনি কেন পদত্যাগ করতে বাধ্য হলেন, তা আজও রহস্যময়। তবে পদ ছাড়ার পরও তার মধ্যে কখনো বিন্দুমাত্র আফসোস দেখিনি।রবিবার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের বাগ-এ জান্নাত মাদরাসা ও এতিমখানায় প্রয়াত রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) মান্নান বলেন, সন্ত্রাস ও দুর্নীতিকে বি. চৌধুরী স্যার প্রচণ্ড অপছন্দ করতেন। বিকল্প ধারার সূচনালগ্নেই তিনি তিনটি মূল লক্ষ্য স্থির করেছিলেন সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। তিনি উপলব্ধি করেছিলেন, এই তিনটি সমস্যাই জাতির অগ্রগতির প্রধান বাধা। এগুলো দূর করতে পারলেই দেশের অধিকাংশ সমস্যা সমাধান হয়ে যাবে।আবেগঘন কণ্ঠে তিনি আরো বলেন, গ্রামের মানুষকে কতটা ভালোবাসলে তার মতো একজন রাষ্ট্রনেতা রাজধানীতে নয়, নিজের গ্রামে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আমি মনে করি, বীরতারাবাসীর জন্য এটি একটি বিরল গৌরব।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ওবায়দুর রহমান মৃধার সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসীন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ওয়াসিমুল ইসলাম, শিক্ষক নেতা জাহাঙ্গীর মাস্টার, বিকল্পধারা বাংলাদেশের সহদপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, বিকল্প যুবধারার সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, উপ-কমিটির আহ্বায়ক গাজী শহিদুল্লাহ কামাল ঝিল্লু, সদস্য সচিব এএইচএম সাইফুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম আলমাস, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান বেপারী প্রমুখ।