• 08 Oct, 2025

“আমি কন্যাশিশুর বন্ধু হবো” শ্লোগানে নড়াইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

“আমি কন্যাশিশুর বন্ধু হবো”  শ্লোগানে নড়াইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

“কন্যাশিশুর নিরাপদ ও সাহসী ভবিষ্যৎ গড়াই জাতীয় উন্নয়নের পূর্বশর্ত” - বক্তারা। নারীর ক্ষমতায়ন ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সারাদেশের মতো নড়াইলেও উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫। “আমি কন্যাশিশুর বন্ধু হবো, সাহসী হবো, দেশের কল্যাণে কাজ করবো” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইলকণ্ঠ ॥ মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব লিংকন বিশ্বাস।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কন্যাশিশুর সঠিক বিকাশ ও সম্ভাবনার বিকাশ ঘটাতে পারলে সমাজ আরও মানবিক ও অগ্রসর হবে।

বক্তারা আরও বলেন, একটি কন্যাশিশুর আত্মবিশ্বাসী ও সাহসী হয়ে বেড়ে ওঠাই দেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি। পরিবার ও সমাজের প্রতিটি স্তরে তাদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমি মজুমদার।

এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক আলোচনা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।