• 05 May, 2024

নড়াইলে আইডিবি’র উদ্যোগে গণপ্রকৌশল দিবস পালিত

নড়াইলে আইডিবি’র উদ্যোগে গণপ্রকৌশল দিবস পালিত

কাজী আনিস, নড়াইলকণ্ঠ : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) নড়াইল জেলা শাখার আয়োজনে “উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” প্রণয়ন ও বাস্তবায়নের আহবানে নড়াইলে গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।

বুধবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।  

র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইডিবি নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, নডাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।  

বক্তারা, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রকৌশলীদের আরো আন্তরিকভাবে কাজ করে যাওয়ার অনুরোধ জানান। আলোচনা সভা শেষে  অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

পরে কেকে কেক কেটে আইডিবি’র গৌরবজ্জ্বল ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

অনুষ্ঠানটি পরিচালনা আইডিবি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রমিচ উর রহমান। এসময় উপস্থিত ছিলেন আইডিবি নড়াইল জেলা শাখার সকল সদস্য বৃন্দ।