মঙ্গলবার (২৬ মার্চ) বাদ আছর বাংলাদেশ আওয়ামী যুবলীগ নড়াইল জেলা শাখার উদ্যোগে নড়াইল শহরের রূপগঞ্জ আশ্রম রোডে বেস্ট কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: ফরহাদ হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড শামীম আল সাইফুল সোহাগ, কৃষি বিষয়ক উপসম্পাদক রওশন জামির রানা ও কেন্দ্রীয় কমিটির সদস্য আনম ইমরুল হক সহ নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ বোস ও অন্যান্য নেতৃবৃন্দসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর যুবলীগের নেতৃবৃন্দ দু:স্থদের মাঝে ইফতার বিতরণ করেন।