• 21 Jul, 2024

ভোলায় মিছিল থেকে বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

ভোলায় মিছিল থেকে বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

ভোলায় মিছিল থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ভোলা পৌর শহরের কালীখোলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি বেশ কয়েকজন নেতাকর্মী মিলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের নেতৃত্ব রাত ৮টার দিকে কালীখোলা থেকে একটি মিছিল বের করেন। পরে পুলিশ সেই মিছিল থেকে কবির হোসেনকে গ্রেপ্তার করে।

কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশে সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে শহরের ইলিশা বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলমের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। পরে মিছিলটি ইলিশা সড়কের বাপ্তার মহাজনের পোল এলাকায় গিয়ে শেষ হয়।