মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ওই বাজারের মেসার্স মাহমুদ ফার্মেসীতে মেয়াদউর্ত্তীণ ঔষধ পাওয়ার অপরাধে তিনি ভোক্তা আইনের ৫১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
পরে লাহুড়িয়ার কাঁচা বাজারে অভিযান করেন এবং ব্যবসায়ীদের সতর্ক করেন।
এ অভিযানে অন্যানের মধ্যে ছিলেন ক্যাব নড়াইল জেলার সেক্রেটারি কাজী হাফিজুর রহমান, তিন জন পুলিশ সদস্য।
এছাড়াও দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন এবং লাভের নামের সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।