গাছ বিক্রির টাকা ভাগভাগি নিয়ে তিন ভাইয়ের মধ্যে সংঘর্ষে তিন ভাইসহ চারজন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন তালবাড়িয়া গ্রামের লাল মিয়ার ছেলে তৌহিদুর রহমান, তয়েবুর রহমান, শাহাদত হোসেন ও প্রতিবেশী আমিনুর রহমান।
সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের(ইউপি) সদস্য শফিকুর রহমান বলেন, লাল মিয়ার একটি মাছের ঘেরের পাড়ে কয়েকটি মেহগিনি গাছ ছিল। সেই গাছ বিক্রির টাকার ভাগভাগিকে কেন্দ্র করে সংর্ষের ঘটনা ঘটে।এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে চারজন আহত হন। আহতরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।’