• 07 Dec, 2023
আনন্দ আর অশ্রু ধারায় নড়াইলে পালিত হলো বিজয়া দশমী

আনন্দ আর অশ্রু ধারায় নড়াইলে পালিত হলো বিজয়া দশমী

মাসুম জব্বারী, নড়াইলকণ্ঠ প্রতিনিধি : আসছে বছর আবার হবে, বলো দুর্গা মাইকি ধ্বনিতে মুখরিত ছিলো নড়াইলের বাঁধাঘাট প্রাঙ্গণ। মঙ্গলবার (২৪ আক্টোবর) সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা।