• 21 Sep, 2024

স্বামীর মৃত্যুতে চেয়ারম্যান প্রার্থী হলেন স্ত্রী সফুরা

স্বামীর মৃত্যুতে চেয়ারম্যান প্রার্থী হলেন স্ত্রী সফুরা

মাইজপাড়া ইউপি উপ-নির্বাচনে স্বামীর মৃত্যুতে চেয়ারম্যান প্রার্থী হলেন স্ত্রী সফুরা

স্বামীর মৃত্যুতে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হলেন স্ত্রী সফুরা খাতুন বেলী। 

nrailknth-marc-034.jpgবুধবার (২৭ মার্চ) সকালে মাইজপাড়া ইউনিয়ন থেকে এক বিশাল মটরবাইকের বহর নিয়ে সদ্য প্রয়াত নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জসিম মোল্যার স্ত্রী সফুরা খাতুন বেলী সদর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন এবং সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। 

এদিকে একই দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আরও ৩ জন। এদের মধ্যে রয়েছেন  শহিদ ফারাজী, মো: জিল্লুর রহমান, মো: সাফায়েত কবির। 

এছাড়া মনোনয়ন ফরম গ্রহণ করেছেন আরও ২জন। তারা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো: জিল্লুর রহমান ও মো: মুকুল শরীফ। 

স্বামীর অসম্পন্ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য এ উপ-নির্বাচনে আসা বলে জানান প্রয়াত জসিম মোল্যার স্ত্রী সফুরা খাতুন বেলী।    

মনোয়নপত্র জমার শেষ দিন ২৮ মার্চ পর্যন্ত। ভোটগ্রহণ ২৮ এপ্রিল। এ ইউনিয়নে মোটা ভোটার রয়েছে ১৯ হাজার ৮০০।   

গত ৫ ফেব্রুয়ারি দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নড়াইল আধুনিক সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নড়াইল সদর উপজেলার ১নং মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম মোল্লা। দেখতে দেখতে ৫১টা দিন পার হলো জসিম মোল্যা আমাদের মাঝে নেই। ইতিমধ্যে মাইজপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনের ঘোষনা দিয়েছে নির্বাচন কমিশন।  

উল্লেখ্য, গত ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এই প্রয়াত চেয়ারম্যান জসিম মোল্যা।