এস.এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে বিকাল ৫টা ৩০মিনিটে এ উৎসবের শুভ উদ্ধোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইলের পৌর মেয়র অঞ্জুমনোয়ারা, ভিক্টোলিয়া কলেজের অধ্যাপক, প্রফেসর রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলায় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, এস.এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, প্রমুখ।
পরে ফিতা কেঁটে উৎসবের চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ আশফাকুল হক চৌধুরী ও অধ্যাপক রবিউল ইসলাম। এই উৎসব চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।