সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ এবং মহুম অলিউর রহমানের সুযোগ কন্যা তারিফা রহমান শান্তা।
বক্তব্য শেষে বিজয়ি ৪৫ জন শিশু-কিশোর চিত্র শিল্পীদের গলায় মহুম অলিউর রহমান স্মৃতি পদক পরিয়ে দেন তাঁর-ই সুযগো কন্যা জনাব, তারিফা রহমান শান্তা।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ফটোগ্রাফার নাজমুল হাসান লিজা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাংবাদিক আসাদুর রহমান, এ্যভোকেট রমা রানী, এসএম সুলতান বেঙ্গল শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ মোঃ হানিফ সহ আরো অনেকে।
পরে স্থানী সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ এবং ঢাকা থেকে আগোত অতিথি শিল্পীবৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় ৪দিন ব্যাপী এ সুলতান উৎসব।
প্রসঙ্গত, বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট তৎকালীন মহকুমা (বর্তমানে জেলা) নড়াইলের মাছিমদিয়া গ্রামে এক সাধারণ পরিবারে জন্মগ্রহন করেন। শিল্পী সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।