• 24 Apr, 2024

সুলতান মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং, মেলা হবে ৭-১৪ জানুয়ারী পর্যন্ত

সুলতান মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং, মেলা হবে ৭-১৪ জানুয়ারী পর্যন্ত

সুলতান মেলা-২০২২ প্রচার-প্রচারণার জন্য সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নড়াইলকণ্ঠসুলতান মেলা-২০২২ প্রচার-প্রচারণার জন্য সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবির রহমানের সভাপতিত্বে প্রেস ব্রিফিংএর লিখিত বক্তব্য পড়ে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিকফকরুল হাসান।লিখিত বক্তব্যে বলা হয়নড়াইল জেলার গর্ব বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তী স্মরণে নড়াইলে প্রতিবছর শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশন এবং জেলা প্রশাসননড়াইলের উদ্যোগে সুলতান মেলার আয়োজন করাহয়ে থাকে। করোনা মহামারির জন্য বিগত দুবছর  মেলা আয়োজন করা সম্ভব হয়নি।এ বছর মহান  শিল্পীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নড়াইলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতায় আগামী ০৭-২০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ১৪(চৌদ্দদিনব্যাপী সুলতান মেলা ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।আগামী ০৭ জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল :৩০ ঘটিকায় জনাব মোজিল্লুর রহমান চৌধুরীবিভাগীয় কমিশনারখুলনা মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসচেয়ারম্যানজেলা পরিষদনড়াইল  সভাপতিবাংলাদেশ আওয়ামী লীগনড়াইল জেলা শাখাজনাব মোসাসানিরা খাতুনপুলিশ সুপারনড়াইলঅধ্যাপক মোরবিউল ইসলামঅধ্যক্ষনড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজজনাব মোনিজাম উদ্দিন খান নিলুচেয়ারম্যানউপজেলা পরিষদনড়াইল সদরজনাব আঞ্জুমান আরামেয়ারনড়াইল পৌরসভাসহ জেলার বিশিষ্ট গুণীজনরাজনৈতিক নেতৃবৃন্দবীরমুক্তযোদ্ধাবৃন্দ,, কবি-সাহিত্যিকসরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দব্যবসায়ী নেতৃবৃন্দসহ সকল শ্রেণিপেশার মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

ঐতিহ্যবাহী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে স্থাপিত সুলতান মঞ্চে ১৪ দিনব্যাপী আয়োজিত  মেলায় শিল্পী এস এম সুলতানের জীবন দর্শনশিল্পীসত্তা  কর্মময় জীবন নিয়ে সেমিনার  আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনীচিত্রাক্ষন প্রতিযোগিতাগ্রামীণ বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা যেমনকাবাডিলাঠি খেলাকুস্তিভলিবলআচারী ইত্যাদির আয়োজন করা হয়েছে।মেলায় প্রতিদিন :৩০ টা থেকে স্থানীয়  দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিখ্যাত শিল্পীদের পরিবেশনায় পল্লীগীতিলালনগীতিবাউল গানকবিগানজারীগানসারিগানঅষ্টকগান ইত্যাদি বিভিন্ন লোকজ গান নিয়ে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সুলতান মেলা-২০২২ কে উৎসবমুখর  আকর্ষণীয় করার প্রয়াসে সুলতান মঞ্চ সংলগ্ন মাঠটি সুন্দর করে সাজানো এবং এর সামনে দর্শনীয় সেইট নির্মাণের কাজ চলমান রয়েছে। মেলায় লোকজ ঐতিহ্য যেমন-কারু শিল্পমৃৎশিল্পদারুশিল্পবিভিন্ন প্রকার পিঠা-পুলিসহ বিভিন্ন দেশীয় খাবারের পসরা জনসাধারণের সামনে উপস্থাপনের জন্য ছোট-বড় ৯২ টি স্টল তৈরি করা হচ্ছে। স্থানীয় কেবল টিভি চ্যানেলে  দৃশমান স্থানে ব্যানার-ফেস্টুন টাঙিয়ে এবং মাইকযোগে  মেলার ব্যাপক প্রচার-প্রচারণা করার ব্যবস্থা নেয়া হয়েছে।স্থানীয়  জাতীয় বিভিন্ন সংবাদপত্রে এবং বিভিন্ন টিভি চ্যানেলে উৎসবমুখর  মেলার ব্যাপক প্রচার-প্রচারণার জন্য জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত সাংবাদিকবৃন্দ বিশেষ ভূমিকা রাখবেন মর্মেও আশা করা হচ্ছে।

প্রতিবছরের ন্যায়  বছরেও মেলার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে মনোনীত একজন গুণী চিত্রশিল্পীকে সুলতান পদক ২০২২ প্রদান করা হবে।শিল্পী নির্বাচনের কার্যক্রম বাংলাদেশ শিল্পকলা একাডেমি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগঢাকাতে প্রক্রিয়াধীন আছে। চুড়ান্তভাবে নির্বাচিত হলে তা পরবর্তীতে জানানো হবে)

২০ জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল :০০ ঘটিকায় মেলার সমাপনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের

স্থানীয় সরকারপল্লী উন্নয়ন  সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচাৰ্য্য মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি আপন করেছেন।