• 10 Oct, 2024

শুধু কথায় নয়, কাজে প্রতিফলন ঘটাতে হবে: মাশরাফি

শুধু কথায় নয়, কাজে প্রতিফলন ঘটাতে হবে: মাশরাফি

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বলেছেন, শুধু কথায় নয়, কাজে প্রতিফলন ঘটাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে মেনে নিয়ে এর প্রতিফলন ঘটাতে হবে।

আসন্ন জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মাশরাফি।

তিনি আরো বলেনজেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছেনতাকে মেনে নিয়ে আমাদের সবার দায়িত্ব সেই প্রার্থীকে বিজয়ী করা।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনআওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

এছাড়া উপস্থিত ছিলেন নড়াইল- আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তিজেলা আওয়ামী লীগের সভাপতি  জেলা পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী সুবাস চন্দ্র বোসজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসজেলা আওয়ামী লীগের সহসভাপতি নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসৈয়দ মোহাম্মদ আলীসৈয়দ আইয়ুব আলীযুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহারাসেদুল বাসার ডলারআইন বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকীসাংগঠনিক সম্পাদক দেবাশিস কুন্ডু মিটুলসদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তীসাধারণ সম্পাদক ওমর ফারুকলোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনুলোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনসাধারণ সম্পাদক লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমানকালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরাকালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদসাধারণ সম্পাদক কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষস্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুলছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়াসাধারণ সম্পাদক স্বনীল সিকদার নীলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রসঙ্গত১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নড়াইলে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুবাস চন্দ্র বোসবিদ্রোহী প্রার্থী লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু এবং আওয়ামী লীগ নেতাজেলা পরিষদের বর্তমান প্রশাসক সুলতান মাহমুদ বিপ্লব।