• 24 Apr, 2024

‘সুবাস দাদু’ প্রবীণ রাজনীতিবিদ, আমরা তাকে বিজয়ী করব: মাশরাফি

‘সুবাস দাদু’ প্রবীণ রাজনীতিবিদ, আমরা তাকে বিজয়ী করব: মাশরাফি

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে বিজয়ী করতে লোহাগড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

শুক্রবার বিকেলে লোহাগড়ায় এক বিনোদন কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মিলিত হন নড়াইল- আসনের  সংসদ সদস্য।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাশরাফি বলেনলোহাগড়ার মানুষ কখনো বেইমানি করেন না।যে কোনো সমস্যা বা উন্নয়নের ক্ষেত্রে সবাই মিলেমিশে কাজ করেন।আশা করি জেলা পরিষদ নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে বিজয়ীকরতে লোহাগড়ার জনপ্রতিনিধিরা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।

মাশরাফি বিন মুর্তজা বলেনসুবাস দাদু প্রবীণ রাজনীতিবিদ। ৭৫ বছর বয়সে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।আমরা তাকে বিজয়ী করব। লোহাগড়ার জনপ্রতিনিধি তথা ভোটাররা বেইমানি করবেন নাএটা আমি বিশ্বাস করি।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি  জেলা পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী সুবাস চন্দ্র বোসদলের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমুখ।

মতবিনিময় সভায় লোহাগড়া উপজেলা পরিষদপৌরসভা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতআগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নড়াইলে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসবিদ্রোহী প্রার্থী লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু এবং আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের বর্তমান প্রশাসক সুলতান মাহমুদ বিপ্লব।