• 26 Apr, 2024

শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প

শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প

শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

নড়াইলকণ্ঠ  শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ নভেম্বরসকাল সাড়ে ১০টায় আরবিএফএম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী  ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
image-29.jpeg
রেড ক্রিসেন্ট নড়াইল জেলা ইউনিটের সহযোগিতায় শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদ এর সভাপতি ডাশামীম আতিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোসসিভিল সার্জন ডানাছিমা আকতারনড়াইল পৌর মেয়র আনজুমান আরাবীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ূন কবীরসহ স্কুল ম্যানিজিং কমিটির সভাপতিস্থানীয় জনপ্রতিনিধি  গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পে প্রায় ১৫০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা  ওষুধ দেওয়া হয়।এতে প্রায় ১৭ জন চিকিৎসক রোগীদের সেবা দেন।
image-30.jpeg
যেসব চিকিৎসকগণ সেবা দিয়েছেন তারা হলেনগাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ তাওফিকা হুসাইন (তুলি), ব্রিগেডিয়ার জেনারেল ডানাসরীন আরা জামান (গাইনী ক্যান্সার), অর্থোপেডিক্স  ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ বীরেন্দ্র নাথ ভট্টাচার্য্যসিনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ গুল  আনারগাইনী বিশেষজ্ঞ ডাঃ মায়া রানী বিশ্বাসশিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আলীমুজ্জামান (সেতু), প্রাক্তন বিভাগীয় প্রধান সার্জারি  অধ্যক্ষ সাতক্ষীরা মেডিকেল কলেজ অধ্যাপক ডাঃ শরীফ জাহাঙ্গীর আতীকমুখমন্ডল  দন্ত রোগ বিশেষজ্ঞ ডাঃ শরীফ শামীম আতীকস্নায়ু  মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মোছাঃ শাম্মী আক্তারডাদীপ বিশ্বাসডাসুমা দেবী বিশ্বাসডাওয়ালিদ আলী খানডাসাদিয়া বিনতে কবীরডাআদনান জাহিদডাঃ শরীফ আশরাফুল হাবিব (সাজীদ), ডাঃ শরীফ জায়েদ আতীক (অমি), ডাঃ জান্নাতুল প্রিয়াংকা।
image-29.jpeg
দুপুর পর্যন্ত প্রায় ১৫শ রোগিকে চিকিৎসা দেয়া হয়। মেডিকেল ক্যাম্পটি বিকাল পর্যন্ত চলবে।রেড ক্রিসেন্ট নড়াইল জেলা ইউনিট দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে।