• 21 Sep, 2024

শপথ নিলেন খুলনা বিভাগের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা

শপথ নিলেন খুলনা বিভাগের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা

স্টাফ রিপোর্টার ॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খুলনা বিভাগের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) বিকাল সাড়ে ৩টায় খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক তবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ও শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।

এ সময় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমে আপনাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে, সকল উন্নয়ন কর্মকান্ডে টেকসই পদ্ধতি অবলম্বন করতে হবে। এছাড়া আপনার উপজেলাধীন চাকরিজীবীদের বেতন আপনার উপজেলার বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে।

02-15.jpgউপজেলা পরিষদের বাজেট নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে নড়াইল সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘বাজেট একটা গুরুত্ব বিষয়। বাজেট ছাড়া কোন পরিষদ বা প্রতিষ্ঠান চলে না। তাই বাজেটটা সম্পূর্ণভাবে সব ডিপার্টমেন্ট মিলিয়ে একটা কনস্যুলেটেড বাজেট উপজেলা পরিষদ থেকে যাবে। এই বাজেটই হলো মূল বাজেট। উপজেলার সব ডিপার্টমেন্টের কোন খাতে কি খরচ তা এই বাজেটের আওতাভুক্ত থাকতে হবে। এই বাজেটই জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত হবে।’

04-11.jpgশপথ গ্রহণ শেষে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত চেয়ারম্যানদের সাথে মতবিনিময়কালে বাজেট সম্পর্কে পাঁচবার নির্বাচিত ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তার অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘সাব রেজিষ্ট্রি অফিস থেকে উপজেলা পরিষদ ১% রেভিনিউ পায়। কিন্তু ল্যান্ড ট্যাক্স অর্থাৎ ভূমি কর থেকে উপজেলা পরিষদ যে ১% রেভিনিউ পেতো তা বিগত দুই বছর উপজেলা পরিষদ পাচ্ছে না।’  

শপথ গ্রহণের পর বিভাগীয় কমিশনার অফিস চত্বরে এক মহিলা ভাইস চেয়ারম্যান নারী ক্ষমতায়ন নিয়ে সাংবাদিকদের বলেন, ‘আরপিও-তে সংশোধন এনে মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতায়ন করতে হবে এবং সিগনেটরি পাওয়ার দিতে হবে।’

শপথ গ্রহণের পর বিভাগীয় কমিশনার অফিস চত্বরে সমর্থকরা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।