স্টাফ রিপোর্টার ॥‘চিত্রা আমার নদী, বইছে নিরবধি’ এই থীমকে সামনে রেখে নড়াইলে ২২ অক্টোবর শনিবার বেলা ২টায় চিত্রানদীতে ‘এস এম সুলতান নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর চিত্রানদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা দর্শক ও মিডিয়াবান্ধব পরিবেশ ভাবনায় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।’
বুধবার(১৯ অক্টোবর) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে উল্লেখ করা হয়।
জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন আয়োজিত প্রেস ব্রিফিংএ আরও বলা হয়, এবছর দেশের বিভিন্ন জেলা থেকে ৩টি টালাই, ৯টি কালাই ও ২টি নারী নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা শেষে ওইদিন বিকালে রূপগঞ্জ বাঁধাঘাট চত্বরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রেস ব্রিফিংএ হতে জানা যায়, এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লর রহমান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার) সহ নড়াইলের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, নৌকা বাইচ উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, দৈনিক ওশানের সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাপ্তাহিক নড়াইলকণ্ঠ ও অনলাইন নড়াইলকণ্ঠ.কম পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও বিটিভির প্রতিনিধি এনামুল কবীর টুকু, সময় টিভির প্রতিনিধি খায়রুল আরেফিন রানা, চ্যানেল২৪ ও কালের কণ্ঠ এর প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।
এসময় নড়াইল থেকে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও অনলাইন পত্রিকাসহ জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পর্যায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।