• 27 Apr, 2024

শিক্ষার মানোন্নয়নে তিন উদ্যোগ-কেডিএম মাধ্যমিক বিদ্যালয়!

শিক্ষার মানোন্নয়নে তিন উদ্যোগ-কেডিএম মাধ্যমিক বিদ্যালয়!

স্টাফ রিপোর্টার ॥ ‘শিক্ষার মানোন্নয়নে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের কালুখালি ধাড়িয়াঘাটা মাগুরা মাধ্যমিক বিদ্যালয় (কেডিএম) গ্রহণ করেছে ৩(তিন) উদ্যোগ। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- কোন ছাত্র-ছাত্রী মোবাইল ফোনসহ স্কুলে ডুকতে পারবে না, স্কুল ক্যাম্পাসে আনতে পারবে না মোটরসাইকেল, টিপিনসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী স্কুলের বাইরে নয় ভেতরেই ‘সততা স্টোর’ থেকে কিনতে পারবে।’

মঙ্গলবার(৩০ আগস্টসকাল ১১টায় নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের কালুখালি ধাড়িয়াঘাটা মাগুরা মাধ্যমিকবিদ্যালয়ের(কেডিএমঅডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়নমোবাইল ফোনের কুফল  বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার্থে অভিভাবক সমাবেশ এসব উদ্যোগের কথা তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন কুমার দাস।

এসময় তিনি বলেনশিক্ষার মানোন্নয়ন  বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার্থে ছাত্র-ছাত্রীদের শাসন করার মতো কোন পরিবেশ নেইশাসন করতে গেলেই অভিভাবকরা তেড়ে আসেন শিক্ষকদের ওপর। টিফিন পিরিয়ডে ছাত্র-ছাত্রীরা যাতে বাইরে না যেতে সে জন্য দুর্নীতি দমন কমিশন  স্কুলকে সততা স্টোর চালু করতে আর্থিক বরাদ্দ দিয়েছে।শিক্ষার্থীদের জন্য টিফিন করার মতো বিভিন্ন ফাস্টফুডনিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সমন্বয়ে  সততা স্টোর চালু রয়েছে।

তিনি আরও বলেনইতিমধ্যে আমরা মোবাইল ফোনের কুফল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত করা হয়েছে এবং মোবাইল সংগে নিয়ে স্কুলে না আসতে ছাত্র-ছাত্রী নির্দেশ দেয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের মটরসাইকেল নিয়ে স্কুল ক্যাম্পাসে আনতে নিষিদ্ধ করা হয়েছে।অনেক মেয়েরা ব্যাগের মধ্যে স্কুল পোষাক বাদে অন্য পোষাক আনতে দেখেছি আমরা।এ বিষয়গুলি অভিভাবক হিসেবে আপনারা আপনাদের কমলমতি ছেলে-মেয়েদের বুঝিয়ে বলবেন।আর আমাদেরও যদি কোন ভুল-ত্রুটি থাকে সেদিকগুলি এখানে তুলে ধরবেন এবং পরবর্তীতে শিক্ষকদের জানাবেন।

বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি শাহাবুদ্দিন সাগরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।তিনি শিক্ষার মানোন্নয়নমোবাইল ফোনের কুফল  বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার্থে অভিভাবকবৃন্দকে দিকনির্দশনামূলক বক্তব্য দেন।

এসময় জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান কয়েকটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেয়ার জন্য অভিভাকদের প্রতি অনুরোধ রেখে বলেনপ্রথমতআপনার সন্তান স্কুলে ঠিক ঠিক পৌঁছলো কিনা সে জন্য স্কুল শিক্ষককে একটা ফোন দিবেনদ্বিতীয়তবাসা-বাড়িতে আপনার সন্তান পড়ার সময় আশে-পাশে থাকার চেষ্টা করবেনতৃতীয়তস্কুলে রওনার সময় কৌশলে ব্যাগটা চেক করুন এবং ধর্মীয় অনুশীলনের জন্য চেষ্টা করুন।

শিক্ষার মানোন্নয়নমোবাইল ফোনের কুফল  বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার্থে অভিভাবকরা বলেন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নিবিড় ভালোবাসার অভাব রয়েছে। ক্লাসে শিক্ষকের উচিত সকল ছাত্র-ছাত্রীকে সমান চোখে দেখা।স্কুলে নির্ধারিত ইংরেজি শিক্ষক নেই। যার ফলে ছেলে-মেয়েদে অসুবিধা হচ্ছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তীবিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য হামিদুল হকসহকারি শিক্ষক আবু সেলিমজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।