নড়াইলকণ্ঠ : নড়াইলে শেষ হয়েছে ১৪ দিনব্যাপী সুলতান মেলা।শুক্রবার(২০ জানুয়ারি) বিকেলে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে সুলতান পদক দেয়ার মধ্য দিয়ে শেষ হলো এ মেলা।এবারের সুলতান স্বর্ন পদক পেলেন চিত্রশিল্পি শহিদ কাদির তালুকদার।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান চিত্রশিল্পী শহিদ কাদির তালুকদারকে সুলতান (স্বর্ণ) পদক-২০২২ প্রদান করেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু,অতিরিক্ত পুলিশ সুপারদোলন মিয়া, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মলয় কুমার কুন্ডু,শরফুল আলম লিটু,কচি খন্দকারসহ অনেকে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গত ৭ জানুয়ারি বিকেলে সুলতান মঞ্চ চত্বরে ১৪ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।মেলায় কুস্তি, ষাঁড়ের লড়াই, দড়ি টানাটানি, ভলিবল প্রতিযোগিতা, আর্চারি, কাবাডি, লাঠিখেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, আবৃত্তি, নাটক, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন গ্রামীণ খেলাধূলার আয়োজন করা হয়।এছাড়া মেলায় বিভিন্ন পণ্যের বেচাকেনা জমে উঠে।বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্ত উপলক্ষে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে সুলতান মেলা অনুষ্ঠিত হয়।
এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি একুশে পদক, স্বাধীনতা পদকসহ বিভিন্ন পদকে ভূষিত হন।১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এস এম সুলতান।