• 12 Oct, 2024

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, চারজন আটক

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, চারজন আটক

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান দেশী অস্ত্র এবং একটি স্নাইপার স্কোপযুক্ত রাইফেল উদ্ধার করেছে। এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ২০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আওতাধীন নড়াইল ক্যাম্প।

স্টাফ রিপোর্টার: শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে সেনাবাহিনী অভিযান চালিয়ে নড়াইলের নড়াগাতি থানার খাশিয়াল হতে এসব দেশি-বিদেশী অস্ত্র উদ্ধার ও চারজনকে আটক করা হয়। তারা হলেন খাশিয়াল গ্রামের রউফ জোমাদ্দারের ছেলে বাদশা জোমাদ্দার(৪৬), সবুর বিশ^াসের ছেলে ইয়াত আলী বিশ্বাস (৩০), রমজান শেখের ছেলে আসিফ শেখ (২০) ও আবু হানিফ শেখের ছেলে পান্নু শেখ (৩৪)।  

জানা গেছে, শুক্রবার রাতে শেখ বংশের মিলন শেখকে বাজার থেকে ফেরার পথে কুপিয়ে জখম করে মোল্যা বংশের লোকেরা। এই ঘটনার জের ধরে শনিবার ভোর থেকেই উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হবার জন্য খাশিয়াল বাজারে আসতে থাকে। শনিবার ভোরে সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালায়। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী একটি স্নাইপার স্কোপযুক্ত রাইফেলসহ বিপুল পরিমান দেশীয় রামদা, ছুরি, কুড়াল, বল্লম, চাপাতি জব্দ করে। কিছু বিদেশী মুদ্রা ও মোবাইল উদ্ধার করা হয়। ঘটনা স্থল থেকে ৪ জনকে আটক করে সেনাবাহিনী।  

সূত্র জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করার আগে অভিযান চালিয়ে তা দমন করা সম্ভব হয়েছে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।