• 17 Nov, 2025

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭তম মৃত্যু বার্ষিকী নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭তম মৃত্যু বার্ষিকী নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নড়াইলকণ্ঠ ॥ নড়াইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে চৌরাস্তায় প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সদর উপজেলা ও নগর বিএনপি এই সভার আয়োজন করে। নগর বিএনপির সাধারণ সম্পাদক ফসিয়ার রহমানের সঞ্চালণায় ও সভাপতি তেলায়েত হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল সাইদ বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবাদত হোসেন মিনা, জেলা ছাত্র দলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস প্রমুখ। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন নড়াইল, কালিয়া,ও লোহাগড়া উপজেলা থেকে আগত বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

বক্তারা সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের দলীয় সাংগঠনিক দক্ষতা ও দক্ষিণ বঙ্গের উন্নয়নে তাঁর অবদানের স্মৃতি চারন করেন। আলোচনা সভা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম একাধারে রাজনৈতিক নেতা ও উন্নয়নকর্মী ছিলেন। তরিকুল ইসলাম ১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোর শহরে জন্মগ্রহণ করেন। ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে যশোর এমএম কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৩ সালে সর্বক্ষেত্রে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার আন্দোলনে যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৯৭০ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদান করেন তরিকুল ইসলাম। ১৯৯১ সাল থেকে তিনি পর্যায়ক্রমে সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ, খাদ্য, তথ্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।