• 13 Sep, 2024

রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিট’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিট’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নড়াইলকণ্ঠ ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিট’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ০২   ডিসেম্বর সকাল   সাড়ে   ১০টায়   নড়াইল   ক্লাব   মিলনায়তনে   বাংলাদেশ   রেড   ক্রিসেন্ট   সোসাইটি   নড়াইল   জেলাইউনিট    চেয়ারম্যান      জেলা   পরিষদ   চেয়ারম্যান   এ্যাডভোকেট   সুবাস   চন্দ্র   বোসের   সভাপতিত্বে      সভা   অনুষ্টিত   হয়। 

 

এসময়   প্রধান   অতিথির   বক্তব্য   দেন   নড়াইলের   জেলা   প্রশাসক   মোহাম্মদ   হাবিবুর   রহমান।বিশেষ   অতিথির   বক্তব্য   দেন   জেলা   আওয়ামীলীগের   সাধারণ   সম্পাদক      সদর   উপজেলা   চেয়ারম্যান   মো নিজাম   উদ্দিনখান   নিলু নড়াইল   পৌর   মেয়র   আনজুমান   আরা। 

 

এছাড়া   অন্যান্যের   মধ্যে   বক্তব্য   রাখেন বাংলাদেশ   রেড   ক্রিসেন্ট   সোসাইটি   নড়াইল   জেলা   ইউনিট    আজীবন   সদস্য   বীরমুক্তিযোদ্ধা   আব্দুল   হাই   বিশ্বাস আজীবন   সদস্য      সাপ্তাহিক   নড়াইলকণ্ঠ   পত্রিকার   সম্পাদক   কাজী   হাফিজুর   রহমান , সিনিয়র   সাংবাদিক   সাথী   তালুকদার   প্রমুখ। 

 

সভার   শুরুতে      ইউনিটের   বিগত   বছরের   সম্পাদিত   কার্যক্রম   সমূহ   তুলে   ধরে   বক্তব্য   দেন   জেলা   ইউনিটের   সেক্রেটারী   কাজী   ইসমাইল   হোসেন   লিটন।