সাজার বিরুদ্ধে আদিলুর-এলানের আপিল ও জামিন আবেদন
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়েছে। পাশাপাশি জামিন চেয়েছেন তারা।
নড়াইলের লোহাগড়ায় প্রতিবেশির রডের আঘাতে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম মধ্যপাড়ায় শিব মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম রায়গ্রামের মোকাদ্দেশ মোল্যার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সিরাজুল ইসলামের ছেলে মহব্বত মোবাইল ফোনে টাকা রিচার্জের জন্য স্থানীয় আলীগঞ্জ বাজারে যান। সেখান থেকে ফেরার পথে প্রতিবেশি গফফার মোল্যা ছেলে শান্তর সঙ্গে মহব্বতের বাকবিতণ্ডা হয়। বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে মহব্বতের বাবা সিরাজুল মোল্যা প্রতিবেশি শান্তকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। হঠাৎ শান্তসহ তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে সিরাজুলের ওপর রড ও লাঠি দিয়ে হামলা করেন। গুরুতর আহত সিরাজুলকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়েছে। পাশাপাশি জামিন চেয়েছেন তারা।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা দু:স্থ ও অসহায় রোগীদের সুচিকিৎসার কথা চিন্তাভাবনা করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়মিত বরাদ্দের বাইরে তার নির্বাচনী এলাকার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে পারলাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ার ২০০ জন রোগীদের চিকিৎসার জন্য অতিরিক্ত আরও ১ কোটি টাকা বরাদ্দ এনেছেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের করণীয় শীর্ষক আলোচনায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা