• 08 May, 2024

প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার ল্যাপটপ পেলো নড়াইলের ২৪০ নারী প্রশিক্ষণার্থী

প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার ল্যাপটপ পেলো নড়াইলের ২৪০ নারী প্রশিক্ষণার্থী

স্টাফ রিপোর্টার : নারীর ক্ষমতায়নে হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে নড়াইল জেলার ২৪০ জন নারী প্রশিক্ষণার্থী পেলো বিনামূল্যে ল্যাপটপ। সোমবার (১১ মার্চ) দুপরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাইমাসি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ ল্যাপটপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। হার পাওয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

এ সময় নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে অভিজ্ঞতা বিনিময় করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ২য় বর্ষে ছাত্রী লোহাগড়ার মেয়ে সুমাইয়া সুলতানা মীম, কালিয়ার ¯œাতক পাশ ঋৃতুপর্ণা এবং নড়াইল সদরের মেয়ে ভিক্টোরিয়া কলেজের ২য় বর্ষের ছাত্রী অনিন্দিতা বালা।  

এ সময় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপকার ভোগী শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলার তিন উপজেলার ২৪০ জন নারী প্রশিক্ষনার্থীদেও মাঝে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, এর আগে জেলা আইসিটি বিভাগের তত্ত্বাবধানে ৪ মাসের আউটসোর্সিং এর নানা বিষয়ে প্রশিক্ষণ শেষ করা হয়।

প্রাইমারী ইনফোটেক লিমিটেড ও সিমেক সিস্টেম লিমিটেড প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ বিতরণে সহায়তা করেন।