কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মাঝে উপহারের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(২৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় উপহারের এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)।
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬০ জন সাংবাদিকের মাঝে ১০ হাজার করে মোট ৬ লাখ টাকার চেক বিতরণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রাশেদুর রহমান, সহকারী কমিশনার মো. আরিফ হোসেন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন(জিইউজে) এর পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে অভিনন্দন জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।