মঙ্গলবার বিকেলে উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, দীঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফলোশিয়া গ্রামের প্রয়াত হিরু মিয়ার ছেলে আলী রেজার পকেট থেকে টাকা বের করে নেওয়ার অভিযোগে জয়নাল শেখ (৫০) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা ধরে রাখেন। পরে স্থানীয় কয়েকজন প্রকাশ্যে তার মাথার চুল ও গোঁফ কেটে ন্যাড়া করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে প্রচার করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধে জয়নাল শেখকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বলেন, পকেটমার সন্দেহে জড়িত থাকা ব্যক্তিকে থানায় আনা হয়েছে। এছাড়া প্রকাশ্যে চুল, গোঁফ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে।