• 21 May, 2024

পাট চাষিদের বাঁচাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

পাট চাষিদের বাঁচাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

কৃষকের অধিকারে ঐক্যবদ্ধ হও’ এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে পাট চাষিদের বাঁচাতে পাটের মূল্য ৫ হাজার টাকা ধার্য ও সরকারি উদ্যোগে পাট ক্রয়ের দাবিতে জাতীয় কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ আগস্ট) জাতীয় কৃষক সমিতি, নড়াইল জেলা শাখার আয়োজনে আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন জাতীয় কৃষক সমিতি, নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ ও পাট চাষিরা। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল স্মারকলিপি গ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে পাটের মূল্য পাঁচ হাজার টাকা ধার্য ও সরকারি উদ্যোগে পাট ক্রয়ের দাবিতে জাতীয় কৃষক সমিতি , নড়াইল জেলা শাখার সভাপতি মো. নওরোজ মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতি, নড়াইল জেলা শাখার সহ-সভাপতি সুবোধ বিশ্বাস, সাধারণ সম্পাদক সেখ মো. লাকিতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নানসহ অনেকে। এ সময় জাতীয় কৃষক সমিতি, নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দসহ পাট চাষিরা উপস্থিত ছিলেন।