• 12 Sep, 2024

অনূর্ধ্ব-১৮ নড়াইল জেলা চুড়ান্ত ক্রিকেট দল গঠনের প্রস্তুতি

অনূর্ধ্ব-১৮ নড়াইল জেলা চুড়ান্ত ক্রিকেট দল গঠনের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার ॥ অনূর্ধ্ব ১৮ নড়াইল জেলা পর্যায় চুড়ান্ত ক্রিকেট দল গঠনের বাছাই উপলক্ষে দু’দিনব্যাপী অনুশীলন শুরু হয়েছে।

বুধবার(১৯ অক্টোবরসকাল সাড়ে ৯টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে নড়াইল জেলা ক্রিকেট কমিটির সভাপতি আইয়ুব খান ভুলুর সভাপতিত্বে  অনুশীলন শুরু হয়। অনুশীলন শেষ হবে ২০ অক্টোবর।

এসময় আয়োজকরা জনানপ্রাথমিক বাছাই পর্বে  মাঠে অংশ নেয় ২০০ জন প্লেয়ার।জেলার চুড়ান্ত দল গঠনের প্রস্তুতি পর্বে  ২০০ জন প্লেয়ার থেকে ৪৭ জন নির্ধারণ করা হয়।দুদিন অনুশীলনের পর ৪৪ জন প্লেয়ার থেকে ১৮জন প্লেয়ার নিয়ে জেলা ক্রিকেট দল হিসেবে অনূর্ধ্ব ১৮ চুড়ান্ত করা হবে।
image-48.jpeg

আয়োজকরা আরও জানানজেলার চুড়ান্ত দল গঠনে অংশ নেন জেলা ক্রিকেট কমিটির সেক্রেটারী আব্দুর রশীদ মন্নুসিলেক্টর  জেলা ক্রিকেট কমিটির জয়েন্ট সেক্রেটারী শামীম সিকদারখুলনা বিভাগীয় কোচ মনোয়ার আলীজেলা কোচ সঞ্জিত বিশ্বাস সাজুজেলা ক্রিকেট কমিটির সদস্য লুৎফুল আলম জুয়েলইমরুল কায়েসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।