• 21 Mar, 2025

নড়াইলের লোহাগড়ায় আরও একজন খুন

নড়াইলের লোহাগড়ায় আরও একজন খুন

জমি নিয়ে বিরোধের জেরেই পূর্বপরিকল্পিতভাবে তার চাচাতো ভাইরা নয়ন শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে

লোহাগড়া হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে যাওয়ার পথে নড়াইলের লোহাগড়া উপজেলায় নয়ন শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় গুরুতর আহত হয়েছেন সবুজ নামের আরও একজন।

বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ বয়রা গ্রামের মৃত কবিরুল শেখের ছেলে এবং আহত সবুজ কাজী একই গ্রামের হাসান কাজীর ছেলে।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নয়ন শেখ তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে সবুজ কাজীকে সঙ্গে নিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। তাদের গ্রামের তোতা কাজীর বাড়ির পশ্চিম পাশে পৌঁছলে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।

ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে নয়ন শেখ ও সবুজ কাজীকে গুরুতর আহত করে। এলাকাবাসী নয়ন শেখ ও সবুজ কাজীকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। সবুজ কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে নয়ন শেখ ও সবুজ কাজীকে গুরুতর আহত করে। এলাকাবাসী নয়ন শেখ ও সবুজ কাজীকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। সবুজ কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।