• 17 Nov, 2025

অন্তঃসত্ত্বা নারীর পেটে প্রতিবেশীর ইটের আঘাত, অতঃপর...

অন্তঃসত্ত্বা নারীর পেটে প্রতিবেশীর ইটের আঘাত, অতঃপর...

কক্সবাজারের চকরিয়ায় টিউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে প্রতিপক্ষের ইটের আঘাতে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীর অকাল গর্ভপাতের ঘটনা ঘটেছে। এতে জন্মের ১০ ঘণ্টা পর ভূমিষ্ট শিশুপুত্রের মৃত্যু হয়।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কোনাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার হাসান আলী পাড়ায় এ ঘটনা ঘটে। গৃহবধূ ইয়াসমিন আক্তার যুগান্তরকে বলেন, ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। খাওয়ার পানির জন্য প্রতিবেশী বশির আলমের টিউবওয়েলে গেলে বশির আলম তার পূত্র রুবেল ও পুত্রবধূ আনারকলি অকথ্য ভাষায় গালাগাল করে। এসময় তাকে ইট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। ফলে তার প্রসব বেদনা শুরু হয়। পরে তাকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ৮ মাসের পূত্র সন্তানের জন্ম হয়। 

শিশুটির আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার ভোর চারটার সময় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান গৃহবধূর স্বামী শফিউল আলম। 

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।