• 09 May, 2024

অবশেষে নড়াইল ২৫০ শয্যা হাসপাতাল উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

অবশেষে নড়াইল ২৫০ শয্যা হাসপাতাল উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় চার বছর পর নড়াইল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: সামন্ত লাল সেন এ নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।  

সাত তলা এই ভবনটিতে আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন, মেডিক্যাল গ্যাস সিস্টেম, লিফট ও সিসি ক্যামেরাসহ রয়েছে উন্নত চিকিৎসা সেবার আধুনিক সুবিধাসহ পরীক্ষা-নিরীক্ষার মেশিনপত্র, চিকিৎসা সরঞ্জামসহ রয়েছে আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি। তবে ডাক্তার নার্স ও স্টাফসহ রয়েছে জনবল সংকট।

উদ্বোধন শেষে হাসপাতাল সম্মেলন কক্ষে আলোচনা সভায় নড়াইল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডা: আবুল গফ্ফারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: সামন্ত লাল সেন। 

nrailknth-epril-2024-007.jpgবিশেষ অথিতির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরি, পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ,  অন্যান্য সরকারি কর্মকর্তাগণ, ইডেন প্রাইজ এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

উল্লেখ্য, ২০১৮ সালে ৩৪ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ৪৮২ টাকা ব্যয়ে নড়াইল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আধুনিক সুবিধা সম্বলিত এই সাত তলা ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৯ সালের ডিসেম্বর মাসে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের চার বছর পর এই ভবনটি উদ্বোধনের মধ্যদিয়ে হস্তান্তর করা হয়। এই নির্মাণ কাজটি গণপূর্ত বিভাগের তত্বাবধায়নে বাস্তবায়ন হয়। কাজটির ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে ছিলো ‘ভাগ্না বিল্ডার্স লি: এন্ড মেসার্স ইডেন প্রাইজ’।