• 20 Apr, 2024

নড়াইলের উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

নড়াইলের উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ নড়াইল জেলার উন্নয়ন অগ্রগতি, উন্নয়ন সম্ভাবনা, সমস্যা নিয়ে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীসমাজ ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে খুলনা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৩ অক্টোবরসকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে  মতবিনিময় অনূষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেনখুলনা বিভাগীয় কমিশনার মোজিল্লুর ররহমান চৌধুরী বক্তব্য রাখেন।

এসময় তিনি রাজনৈতিক নেতৃবৃন্দজনপ্রতিনিধিসুধীসমাজ  জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিকট জেলার উন্নয়ন অগ্রগতি,সম্ভাবনা  সমস্যা নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য আহবান করেন।একই সাথে তিনি সকল উন্নয়ন কাজের শতভাগ বাস্তবায়নে সকলকে প্রতিশ্রুতিবদ্ধ থাকারও আহবান জানান।
image-46.jpeg
এসময় বক্তব্য রাখেনপুলিশ সুপার মোসাসাদিরা খাতুননড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোরবিউল ইসলামসিভিল সার্জন ডানাছিমা আকতারবীরমুক্তিযোদ্ধা সাবেক সদর উপজেলার চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবীরনবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান  জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামনড়াইল- আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার গর্বিত পিতা গোলাম মোর্ত্তজা স্বপননড়াইল পৌর মেয়র আনজুমান আরাগণপূর্তর নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজসড়ক  জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামানকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়জেলা প্রাণি সম্পদ কর্মকর্তাজেলা মৎস্য কর্মকর্তাএলজিইডি নির্বাহী প্রকৌশলীজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তালোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হান্নান রুনুকালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃঞ্চপদ ঘোষলোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিউর রহমানকালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলামসদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলামজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক  নড়াইলকণ্ঠএর সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্য বক্তারা বলেনসবের্বাপরি রাজনৈতিক কমিটমেন্ট  উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে অনুকুল পরিবেশ থাকলে সরকারি কর্মকর্তাদের জন্য সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সহায়ক হবে।পাশাপাশি উন্নয়ন আরও টেকসই করতে হলেউন্নয়ন কার্যক্রমে সচেতন নাগরিক সমাজের অংশগ্রহণ  মনিটরিং জোরদার না করতে পারলে উন্নয়ন মুখথুবড়ে পড়বেকাঙ্খিত অর্জন ব্যহত হবে।একতরফ উন্নয়ন বাস্তবায়নে লাগামহীনভাবে দুর্নীতি বেড়ে যাবে বলে বক্তরা মতপ্রকাশ করেন।