কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
নড়াইলকণ্ঠ ॥ যুগ যুগ ধরে শুনে এসেছি ‘ জুতা মেরে গরু দান’ প্রবাদের কথা, কখনই শুনিনি ‘গলায় জুতার মালা পরিয়ে মাল্যদান’।
এমনটি ঘটেছে নড়াইলে মীর্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের বেলায়।সেদিন ১৮ জুন শনিবার পুলিশ জনতার সামনে কলেজ ক্যাম্পাসে এই শিক্ষকের গলায় জুতার মালা পরানো হলো আজ তাকে বরণ করে নেয়া হলো গলায় ফুলের মালা পরিয়ে।
বুধবার(০৩ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশে একটি প্রতিনিধি দল কলেজে এসে এ ব্যবস্থার মধ্যদিয়ে বসিয়ে দিয়ে যান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে।‘পিছনে যা ঘটেছে তা ভুলে গিয়ে সবাই মিলেমিশে থাকতে চান’ এমন অনুভুতি ব্যক্ত করে ওই কলেজ শিক্ষক সাংবাদিকদের সামনে তুলে ধরেন এমন মন্তব্য। এদিকে গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি চায় কলেজ ছাত্ররা
এসময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য কবীরুল হক মুক্তি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুস সালাম হওলাদার, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্যা মাহফুজ, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের পরিচালক (আইন) সিদ্দিকুর রহমান, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের পরিচালক (কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন) রফিকুল আকবর, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্র্তি, সদরের ওসি, এসিল্যান্ড, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
এদিকে এঘটনায় হাইকোর্টে মানবাধিকার সংগঠনের করা রীটের প্রেক্ষিতে আদেশ হলো জুডিশিয়ালী তদন্ত।৬ কর্মদিবসে তদন্ত শেষ করে রিপোর্ট করার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের নিকট।
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।