• 02 Dec, 2023

নড়াইলের সেই কলেজ শিক্ষককে গলায় ফুলের মালা পরিয়ে বরণ…

নড়াইলের সেই কলেজ শিক্ষককে গলায় ফুলের মালা পরিয়ে বরণ…

নড়াইলকণ্ঠ ॥ যুগ যুগ ধরে শুনে এসেছি ‘ জুতা মেরে গরু দান’ প্রবাদের কথা, কখনই শুনিনি ‘গলায় জুতার মালা পরিয়ে মাল্যদান’।

এমনটি ঘটেছে নড়াইলে মীর্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের বেলায়।সেদিন ১৮ জুন শনিবার পুলিশ জনতার সামনে কলেজ ক্যাম্পাসে এই শিক্ষকের গলায় জুতার মালা পরানো হলো আজ তাকে বরণ করে নেয়া হলো গলায় ফুলের মালা পরিয়ে।

বুধবার(০৩ আগস্টদুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশে একটি প্রতিনিধি দল কলেজে এসে  ব্যবস্থার মধ্যদিয়ে বসিয়ে দিয়ে যান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে।পিছনে যা ঘটেছে তা ভুলে গিয়ে সবাই মিলেমিশে থাকতে চান এমন অনুভুতি ব্যক্ত করে ওই কলেজ শিক্ষক সাংবাদিকদের সামনে তুলে ধরেন এমন মন্তব্য। এদিকে গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি চায় কলেজ ছাত্ররা

এসময় নড়াইল- আসনের সংসদ সদস্য কবীরুল হক মুক্তিজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসজাতীয় বিশ্ব বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুস সালাম হওলাদারজাতীয় বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্যা মাহফুজজাতীয় বিশ্ব বিদ্যালয়ের পরিচালক (আইনসিদ্দিকুর রহমানজাতীয় বিশ্ব বিদ্যালয়ের পরিচালক (কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশনরফিকুল আকবরকলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্র্তিসদরের ওসিএসিল্যান্ডইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

এদিকে এঘটনায় হাইকোর্টে মানবাধিকার সংগঠনের করা রীটের প্রেক্ষিতে আদেশ হলো জুডিশিয়ালী তদন্ত।৬ কর্মদিবসে তদন্ত শেষ করে রিপোর্ট করার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের নিকট।