• 17 Feb, 2025

নড়াইলের নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নড়াইলের নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নড়াইল সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুুিষ্ঠত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ^াসের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দৈনিক ওশানের সম্পাদক ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাংবাদিক জহির ঠাকুর, সাংবাদিক ইমরান হোসেন, আল আমিন, জিয়াউর রহমান জামি, সাংবাদিক অশোক কুন্ডু প্রমুখ।

এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ^াস বলেন, ‘ আমি নড়াইল সদর উপজেলায় গত ০৭ অক্টোবর যোগদান করেছি। আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগণ যাতে উপজেলায় সেবা নিতে এসে কোন ধরনের হয়রানী না হয় এবং কাঙ্খিত সেবা পায় সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবো। গণমাধ্যমকর্মীদের কাছে দাবি থাকবে, আমার চলার পথে কোন ভুল হলে ধরিয়ে দিবেন, যাতে সঠিকভাবে কাজ করতে পারি। আমি আশা করি সকলের সহযোগিতায় নড়াইল সদর উপজেলা পরিষদ একটি জনবান্ধব উপজেলা পরিষদ হিসেবে পরিচিতি পাবে।